প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2025 ইং
ইউক্রেনের বাসে রাশিয়ার হামলা, নিহত ০৯

বাংলার প্রতিচ্ছবি : ইউক্রেনের একটি শ্রমিকবাহী বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিবিসি
দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক জানান, আজ বুধবার সকালে দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় বসার ইঙ্গিত দেওয়ার এক দিন পরেই এমন হামলার ঘটনা ঘটল। ফলে পুতিন সত্যিকার অর্থেই যুদ্ধবিরতি চান কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডের জন্য ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন এবং জেলেনস্কি উভয় নেতাই যুক্তরাষ্ট্রের চাপে রয়েছেন। কারণ আলোচনায় অগ্রগতি না হলে, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ দিকে আজ বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি