প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2025 ইং
গঙ্গাচন্নায় অশ্বিনী গোসাই সেবাআশ্রমে লাখো ভক্তদের ঢল

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : প্রতি বছরের ন্যায় বাগেরহাটের চিতলমারীর গঙ্গাচন্নায় শ্রীধাম অশ্বিনী গোঁসাই এর পূণ্য ভূমি শ্রীপাটে ২দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, শতবছরেরওবেশী ঐতিহ্যবাহী এ উৎসকে কেন্দ্র করে বাহারী জিনিসপত্র নিয়ে বিশাল এলাকা জুড়ে ২দিনের মেলা মিলেছে এখানে। বুধবার মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে মহোৎসববের শুভ সূচনা হয়। অশ্বিনী গোঁসাইয়ের সেবা আশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জীবন গাইন জানান, দেশে বিদেশ থেকে মহাযজ্ঞও মহোৎসবে অংশগ্রহন করেন ভক্তরা।
বিভিন্ন বয়সী নারী- পুরুষ সাধু সণ্যাশী সহ লাখ, লাখ ভক্তরা পাপমুক্তি ও পাপ মোচনের আশায় এখানে আসেন। ভক্তরা ঠাকুরের মন্দিরে প্রণাম করে সুখ শান্তি, সমৃদ্ধি ঠাকুরের কৃপা লাভের আশায় ডাক, কাশি ঝঙ্কারে হরিধ্বনিতে এবং সাধু সঙ্গ লাভের আশায় মহাপ্রসাদ গ্রহন করেন লাখো ভক্তরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি