প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2025 ইং
বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রিন্স মন্ডল অলিফ(বাগেরহাট প্রতিনিধি): বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার চিতলমারীতে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের বকুল তলায় এসে শেষ হয়। অতঃপর বকুলতলা চত্তরে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস পাল এর সভাপতিত্বে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় উক্ত অনুষ্ঠান স্থলে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী ও থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন সহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও দিনব্যাপী চলে হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি