প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2025 ইং
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার

বাংলার প্রতিচ্ছবি : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৬২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ৪৬ কোটি পাঁচ লাখ ২০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার।
রিজার্ভ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ৪৬ কোটি পাঁচ লাখ ২০ হাজার ডলার। আর মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি