প্রিন্ট এর তারিখঃ Jul 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2025 ইং
গাজায় ইসরাইলি ড্রোন হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

বাংলার প্রতিচ্ছবি : যুদ্ধবিরতির বাড়ানোর আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরাইল। সোমবার ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় মেডিকেল সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গাজার মেডিকেল কর্মীদের মতে, বুরেইজ শরণার্থী শিবিরের কাছে একটি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তিন তরুণ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
অন্যদিকে গাজার দক্ষিণের রাফাহ শহরে আরেকটি বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। রাফাহর বাসিন্দারা জানিয়েছেন, শহরের সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি বাহিনীর প্রায় নিয়মিত হামলা চলছে।
এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
ইসরাইল মূলত যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্প্রসারণ বা বাকি জিম্মিদের মুক্তি চায়। যা মার্কিন দূত স্টিভ উইটকফ সমর্থন করেছেন। কিন্তু হামাস বলছে, তারা কেবল তখনই বন্দিদের মুক্তি দেবে, যখন দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হবে। যা গত ২ মার্চ শুরু হওয়ার কথা ছিল।
এ বিষয়ে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুআ বলেছেন, ‘হামাস সম্পূর্ণভাবে চুক্তি মেনে চলেছে। কিন্তু ইসরাইল কিছু ধারা মানেনি। ইসরাইল চুক্তি ব্যর্থ করতে চায় এবং নতুন শর্ত আরোপের অপচেষ্টা চালাচ্ছে’।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি