প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2025 ইং
ফরিদপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার ব্যবসায়ী
বাংলার প্রতিচ্ছবি : ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে (৫৮) তাঁর দোকানে ঘেরাও করে রাখেন এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা ওই ব্যবসায়ীকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় নদীবন্দরে দীর্ঘদিন ধরে কার্গো ও ডর্ক ইয়ার্ডের ব্যবসা করে আসছেন অভিযুক্ত ওই ব্যবসায়ী। গতকাল বিকেলে সিঅ্যান্ডবি–সংলগ্ন এলাকায় ১০-১১ বছরের দুটি শিশুকে ডেকে নিয়ে নিজের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখান ওই ব্যবসায়ী। এ সময় তিনি শিশুদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন।
পরে বাড়িতে গিয়ে শিশু দুটি তাদের পরিবারের সদস্যদের কাছে ওই ঘটনার কথা জানায়। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ওই ব্যবসায়ীর তেলের দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা সেখানে যাওয়ার আগেই উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে তিনি কিছুটা আহত হয়েছেন। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি