প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গ্রেফতার আরও ৭৪৩ জন

বাংলার প্রতিচ্ছবি : সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তাং এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, এ ছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুরে ‘ছাত্র-জনতার’ ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত ৮ ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার।
এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
তারা হলো, সোহাগ (২০), রাব্বি (২০), মেহেদী (২০), রাফিদুল অপু (২০), রিফাত (২০), সৌরভ (২০), জীবন (২৮), মেহেদী (২২), রফিক (৩৭), রাশেদ (৩২), মো:আলী (২০), আফজাল (২৮), ওয়াহিদ (২৮), তাহসিন (২৮), নাজিম (২২), ইয়াছিন (২০), শাকিল (২৫), মোহাম্মদ আলী (৩৫), সাফায়েত (২০), কেনন (২৫), নাইমুল (১৯), সিয়াম(১৯), নুর ইসলাম (১৯), হালিমা (২৬), রাবেয়া (২৫), জান্নাত (২০) ও ২৭। লাকি (৩০)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি