প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
শ্রীমঙ্গলে রমজান উপলক্ষে ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন

বাংলার প্রতিচ্ছবি : রমজানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ‘বিনা লাভের বাজার’-এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে এই শাখাটি চালু করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু শাখাটি উদ্বোধন করেন।
এর আগে গত বছরের নভেম্বরে শহরের নতুন বাজারে প্রথম শাখার উদ্বোধন করা হয়। ওই বাজার থেকে সমাজের প্রান্তিক শ্রেণির লোকজন কম মূল্যে ভোগ্যপণ্য কিনে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।
দ্বিতীয় শাখার উদ্বোধক মহসিন জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত শ্রেণির লোকজন কষ্টে রয়েছেন। তাদের কথা চিন্তা করে ক্রয়মূল্যে আমার তত্ত্বাবধানে এরমধ্যে দুটি বাজার চালু করা হয়েছে। যা থেকে পণ্য কিনে সাধারণ মানুষ উপকৃত হবেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি