প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
নবীনগর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, শান্তি সভাপতি এবং সম্পাদক উজ্জ্বল

বাংলার প্রতিচ্ছবি : নবীনগর প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলায়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহাম্মদ উজ্জ্বল।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর ২টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
১১ সদস্যের এ কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক (এশিয়ান টিভি ও দেশ রূপান্তর), সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (প্রথম ভোর)।
এর আগে ৫ জন সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম (দৈনিক ঢাকা),
অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এসএ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল (মাইটিভি ও মানবজমিন) এবং মো. সাইদুল আলম সোহরাব (আজকের পত্রিকা ও মোহনা টিভি)
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি