প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
গ্রেফতার হয়েছেন ধামরাই যুবলীগ নেতা কামরুল

বাংলার প্রতিচ্ছবি : নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মো. কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পূর্ব পেরীরচর গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামরুল ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, কামরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি