ঢাকা | ০৮ ডিসেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

জুবায়েদ হত্যার পেছনে যে কারণ জানাল পুলিশ

প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হত্যার কারণ জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, টিউশনির ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসেন। ২৬ সেপ্টেম্বর মাহির জুবায়েদের সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ার পর থেকে শুরু হয় হত্যার পরিকল্পনা। খুন করেন বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ ও আইলান।

তিনি আরও জানান, মাহিরের সঙ্গে প্রেম করলেও জুবায়েদের সঙ্গে পরিচয়ের পর জোবায়েদের প্রেমে পড়ে বর্ষা। পরে মাহিরের সঙ্গে ব্রেকআপ করে। কিন্তু মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না বর্ষা। তাই মাহিরকে ফিরে পেতে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।

উল্লেখ্য, নিহত জুবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি।
 
রোববার বিকেলে বর্ষার বাসায় টিউশনে যাওয়ার পথে জুবায়েদের সঙ্গে দেখা হয় মাহিরের। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরই জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হন।
 
এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে জুবায়েদের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
 
এ পুলিশ কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই, ত্রিভুজ প্রেমের কারণেই এ হত্যাকাণ্ড। বরগুনার মিন্নির ঘটনার সঙ্গে এটির মিল‌ আছে।
 
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন ত্রিভুজ প্রেমের বলি হন বরগুনার রিফাত শরীফ। ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। 
কমেন্ট বক্স