ঢাকা | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

রাজশাহীতে শ্রমিক ধর্মঘট, বন্ধ ঢাকাগামী বাস চলাচল

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বাসের শ্রমিকরা। ফলে সোমবার সকাল থেকে রাজধানীগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

শহরের শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে একতা পরিবহন ও কয়েকটি লোকাল বাস চলাচল করছে।

সোমবার সকাল ১১টার দিকে শ্রমিকরা শিরোইল বাস স্ট্যান্ডে মানববন্ধন করে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। তারা জানান, বর্তমানে ঢাকাগামী বাসে আপ-ডাউন একটি ট্রিপে চালক পান মাত্র ১২০০ টাকা, হেল্পার পান ৬০০ টাকা এবং সুপারভাইজারও পান স্বল্প বেতন। অথচ মাসে গড়ে ১২ থেকে ১৪টি ট্রিপের আয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি ট্রিপপ্রতি তিনজন স্টাফকে খাওয়াদাওয়ার জন্য দেয়া হয় মাত্র ১০০ টাকা, যা নিতান্তই অপ্রতুল।
 
তাদের দাবি: আপ-ডাউন একটি ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা, সুপারভাইজারের বেতন ১১০০ টাকা, হেল্পারের বেতন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে।

এছাড়া হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা এবং প্রতিবার খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা দিতে হবে। পাশাপাশি প্রতিবছর বোনাসও দিতে হবে।
 
ন্যাশনাল ট্রাভেলসের হেল্পার রেজা বলেন, ‘আমরা আপ-ডাউন এক ট্রিপে ৬০০ টাকা পাই। এর মধ্যে খরচ বাদ দিলে হাতে থাকে ৪০০ টাকা। মাসে সর্বোচ্চ ১৪টা ট্রিপ করলে আয় দাঁড়ায় ৫৬০০ টাকা। এই টাকায় সংসার কিভাবে চলবে?’
 
বাস চালক লিটন বলেন, ‘আমাদের বেতন এত কম যে মাসে এক কেজি গরুর মাংস খেতেও কষ্ট হয়। সন্তানদের পড়ালেখা করাবো কিভাবে?’
 
শ্রমিকরা জানান, একতা পরিবহনের বেতন তুলনামূলক বেশি হওয়ায় তাদের বাস চালু রয়েছে।
 
ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন অভিযোগ করে বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের ১১০০ টাকা করে দেওয়া হচ্ছে। ২৩ আগস্ট বাস বন্ধ করলে মালিকপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু আজও পুরোনো বেতনই দেওয়া হচ্ছে। তাই এবার সব শ্রমিক মিলে একতা বাদে অন্যসব বাস বন্ধ করে দিয়েছি।’
 
এদিকে মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।

কমেন্ট বক্স