ঢাকা | ৩১ অগাস্ট ২০২৫ ইং | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ: অগাস্ট ১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৫ মণ ভারতীয় গাঁজাসহ গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক প্রেস ব্রিফিংয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫ মণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স