ঢাকা | ৩১ অগাস্ট ২০২৫ ইং | বঙ্গাব্দ

মোল্লাহাটে পালিত হলো বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫

প্রকাশের তারিখ: Jul ৩১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার রোধে সচেতনতা এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে উত্তরণ সংস্থা। আয়োজনে সহায়তা করে সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (ICBC) প্রকল্প।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোল্লাহাট উপজেলায় বর্তমানে ১৯টি স্থানে শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম চালু রয়েছে। যেসব শিশু সাঁতার জানে না, তাদের জন্যই মূলত এই উদ্যোগ। শিশুদের জীবন রক্ষায় সাঁতার শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে সংশ্লিষ্টরা। এজন্য শিশুদের মাঝে প্রয়োজনীয় সাঁতার প্রশিক্ষণ সরঞ্জামও বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোল্লাহাট। তিনি তার বক্তব্যে বলেন:

“শিশুদের প্রাণ রক্ষায় এই প্রকল্প অত্যন্ত সময়োপযোগী। এর বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেদিকে আমাদের সকলের নজর দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ আসাদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাগেরহাট। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক কে এম মাহামুদুল হক প্রমুখ।

সভায় বক্তারা শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সাঁতার শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স