বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ শুরু হলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফ।
এ সময় তিনি বলেন, ইন্টেরিম সরকার বিপ্লবের মহানায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

নোয়াখালীতে বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা।
মিছিলকারীরা গোপালগঞ্জে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের হামলা চালানো হচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা যাবে না এবং জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লোকনাথ টেংকের পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, টি,এ,রোড, ফারুকী পার্ক সড়ক সহ প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড় এলাকায় এসে কুমিল্লা- সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় অন্তত ১০ মিনিটের মত মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন এনসিপি নেতারা।
এ সময় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ মাহমুদ জিহান, জেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এসএম মহিউদ্দিন, সদস্য জয়ন্তী বিশ্বাস।

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুর ও গাড়ি বহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপির নেতা-কর্মীরা।
বুধবার (১৬ জুলাই).বিকেল পাঁচটায় সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে তারা অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এসময় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা। নানা ধরনের স্লোগান দেন।
গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসন ব্যর্থ হলে নিজেরাই বিচারের দায়িত্ব নেয়ার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।

শেরপুরে রাস্তা ব্লকেড
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা–কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল পাঁচটায় শেরপুর–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে এই ব্লকেড কর্মসূচি পালিত হয়।
এসময় সমাবেশে ছাত্ররা তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার.... গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচি এলাকা।

টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে এনসিসির সমাবেশে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এনসিপি টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।
গোপালগঞ্জে এনসিসির সমাবেশে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এনসিপি টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে প্রথমে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে শহরের পৌরউদ্যানে এসে জমায়েত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে সড়ক অবরোধ করে। এতে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।