প্রিন্স মণ্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সাহসী ও পরিকল্পিত অভিযানে প্রায় এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২০ হাজার ৩০০ পিস। এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমে বাগেরহাট জেলা পুলিশের এক বড় সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, খুলনা জেলা থেকে একটি বড় মাদক চালান বাগেরহাটে প্রবেশ করতে যাচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ–এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযানে নামে।
অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা। তার নেতৃত্বে ১১ সদস্যের একটি চৌকস দল রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
রাত ২টা ৩০ মিনিটে ‘সাতক্ষীরা লাইন’ পরিবহনের একটি বাস (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসের লাগেজ বক্সের মধ্যে একটি কালো রঙের প্লাস্টিকের ক্যারেট পাওয়া যায়, যার ভেতরে কিছু আম ছিল। আম সরিয়ে নিচে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনকারী ও ইয়াবার মালিক হিসেবে পরিচিত কালাম হোসেন (২৫), পিতা–আব্দুল গফুর, সাং–নাথুয়ারডাঙ্গা, থানা–সাতক্ষীরা সদর, জেলা–সাতক্ষীরা, কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরেই মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।
বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “জেলা পুলিশ মাদকবিরোধী যেকোনো তৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। মাদক সমাজের জন্য ভয়াবহ বিষফোঁড়া। আমরা প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে যাচ্ছি। এই অভিযান তারই ফল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল জেলা পুলিশের এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।