ঢাকা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

বাড়ছে সংক্রমণ, চট্টগ্রামের জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড চালু

প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ‘করোনা ওয়ার্ড’ চালু করেছে। নগরের আলকরণ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের (মেমন হাসপাতাল-২) তৃতীয় তলায় এই ওয়ার্ড চালু করা হয়েছে। এতে ১৫টি শয্যা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এই করোনা ওয়ার্ডের উদ্বোধন করেন। মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে তাৎক্ষণিক করোনা পরীক্ষার জন্য র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এই করোনা ওয়ার্ডে মূলত আইসোলেশনে থাকতে হবে, এমন রোগীদের সেবা দেওয়া হবে। তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়সহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। তবে করোনার কারণে কারও পরিস্থিতি খারাপ হলে তখন রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সম্প্রতি চট্টগ্রামে করোনার সংক্রমণ বেড়েছে। গতকাল বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯ জন।

করোনার সংক্রমণ বাড়ায় ১১ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন স্বাস্থ্য বিভাগ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি প্রস্তুতি সভা করেন। ওই সভায় চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য জন্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড।

এ ছাড়া চারটি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আরটি-পিসিআর ল্যাব থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পরীক্ষা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে। এই কেন্দ্র থেকে মানুষ করোনা রোগের বিষয়ে তথ্য জানতে পারবেন।
কমেন্ট বক্স