বাংলার প্রতিচ্ছবি : মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হওয়া লোকমান হোসেনের (২৮) লাশ পাওয়া গেছে। নিখোঁজের ২৯ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোল্লারচর এলাকার নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
মৃত লোকমান ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
জানা গেছে, ঈদ উদযাপন শেষে ‘ফারহান-৩’ নামের একটি লঞ্চে করে স্ত্রী রিপা, চাচাতো ভাই শিহাদ ও সোহেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লোকমান। রোববার রাত ২টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চটি থামে। ওই সময় সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান লোকমান।
ঘটনার পরপরই নিখোঁজ লোকমানকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করা হয়। পরে ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। সোমবার অনেক খুঁজেও লোকমানকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে মোল্লারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’