ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

কোরবানি উপলক্ষে চিতলমারীতে উপজেলা প্রশাসন কর্তৃক ১৫০ বস্তা লবণ বিতরণ

প্রকাশের তারিখ: জুন ৩, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে চিতলমারী উপজেলার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চামড়া রক্ষণাবেক্ষণ ও লবণ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। এ সময় চিতলমারী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দেড়শ বস্তা লবণ বিতরণ করা হবে বলে জানান উপজেলা ইউএনও তাপস পাল।

সোমবার (২ জুন) সকাল ১১টায় চিতলমারী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক,বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব, ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার মোঃসহিদুল ইসলাম ও বিভিন্ন এতিম ও কওমি মাদ্রাসা শিক্ষকবৃন্দ।

কমেন্ট বক্স